স্টাফ রিপোর্টার :
করোনার দ্বিতীয় ধাপে হতদরিদ্র অসহায় খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন কামরুল হাসান রিপন। আজ রবিবার ডেমরা থানার ৬৭ ও ৬৮ নং ওয়ার্ডের দুটি স্পটে ১০০০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
বিকেল ৩টায় ৬৭ নং ওয়ার্ডের তালেব আলী মসজিদ এলাকায় ৫০০ এবং ৪টায় ৬৮ নং ওয়ার্ডের হাজী নগর এলাকার ৫০০ অসহায়-মেহনতি, এতিম, প্রতিবন্দ্বী মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন কামরুল হাসান রিপন।
গত বছরে করোনা ভাইরাসের শুরুর পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। এবার করোনার দ্বিতীয় ধাপেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-০৫ আসনের এই নেতা।
ঈদ উপহার বিতরণ কর্মসূচীতে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য শেখ মনিরুল আলম, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধুরী। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগসহ নগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।