নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকায় সোমবার ১০/৫/২১ ইং তারিখ সকালে ওয়ায়েসকরনী আদর্শনগর আ /এ উন্নয়ন কমিটির উদ্যোগে ঈদ উপলক্ষে ২’শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ায়েসকরনী আদর্শনগর আ /এ উন্নয়ন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হাজী আহসান উদ্দিন, সভাপতি মোঃ রুস্তম আলী শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন নিশাদ, সহ সভাপতি সালাউদ্দিন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক কাজী মামুন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, কার্যকরী সদস্য মামুনুর রশীদ, দক্ষিণ পঞ্চায়েত কমিটির সদস্য সৈয়দ আহমেদ পলাশ সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
এসময় সভাপতি মোঃ রুস্তম আলী শেখ বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের মহামারী দুর্যোগে বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের প্রতিটি পরিবারের অবস্থা খুবই নাজুক। আমরা ওয়ায়েসকরনী আদর্শনগর আ /এ উন্নয়ন কমিটির মিলিত প্রচেষ্টায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ বিতরণ করলাম। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। সকলে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে থাকুন। করোনা কে জয় করুন।
“ঈদ মোবারক”