রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ওয়ায়েস করনী আদর্শনগর যুব সমাজের উদ্যোগে সোমবার ১০/৫/২১ ইং তারিখ আসরের নামাজের পর ঈদ উপহার সামগ্রী ১ কেজি পোলাউর চাউল, ১টি মুরগি শতাধিক অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী হাজী আব্দুল আজিজ।আরো উপস্থিত ছিলেন, ওয়ায়েস করনী আদর্শ নগর যুব সমাজের মেসার্স তানজীদ ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন রানা, জাকির এইচ তালুকদার।এই মহতী উদ্যোগের আয়োজনে ছিলেন, মোঃ শওকত, মোঃ আল-আমিন, শেখ লিটন, মোঃ একে শাওন, ডিএমসি মুন্না, মোঃ সায়েম, মোঃ সাজ্জাদ, মোঃ মুন্না।