নিজস্ব প্রতিনিধিঃ২০১২ সাল থেকেই প্রগতি পরিবার গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ১০/৫/২১ ইং তারিখ প্রগতি ছাত্র ও যুব সংসদ এর পক্ষ হতে ৪০০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ। এই আয়োজনের শুভ উদ্বোধন করেন, প্রগতির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অনামিকা হক প্রিয়াংকা, মহিলা মেম্বার, ৪,৫, ৬ নং ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন পরিষদ।
আয়োজনটি সভাপতিত্বে ও পরিচালনা করেন, প্রগতি ছাত্র ও যুব সংসদ এর সভাপতি মোঃ মনির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, একসময়কার তুখোড় ফুটবলার মেহেদী হাসান মিরাজ, প্রগতি ছাত্র ও যুব সংসদ ও কুঁড়েঘর সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ।