মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়ন এর গাইটুলী গ্রামের প্রবাসীদের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
গাইটুলী গ্রামের তিনটি মসজিদের মুসুল্লিদের ৩০০জন কে ইফতার বিতরণ করা হয়েছে।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তানভীর আহাম্মেদ। বর্তমান বিশ্বে বৈশ্বিক মহামারী থেকে যেনো সমগ্র দুনিয়াকে হেফাজত করেন এই কামনা করেন ইমাম সাহেব সানাউল্লাহ।
দোয়ায় উপস্থিত ছিলেন সাহআলম ভূঁইয়া, মনিরুল ইসলাম ভূঁইয়া,ফিরুজ আহাম্মেদ, জাহাঙ্গীর আলম ভূঁইয়া,মনিরুল ইসলাম মোল্লা,রুবেল মোল্লা।আবুল কাসেম সরকার। এবং রাশেদুল আলম (রাশেদ) সভাপতি (জাগ্রত সিক্সটিন)
আর্থিক সহায়তায় করেন প্রবাসী মিজানুর রহমান ভূঁইয়া,জয়নাল মোল্লা,আমজাদ, শরিফ ভূঁইয়া,সোহাগ,আলিম,জহির, শরিফ মোল্লা,
সার্বিক সহযোগিতায় জাগ্রত সিক্সটিন টিম।