মোতালিব সরকার বগুড়াঃ
বগুড়া শেরপুর উপজেলার মানব সেবা সংগঠনের উদ্যোগে মহামারী করোনায় লকডাউন এ থাকা কর্মহীন দুস্থ ২৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। উপজেলার বিভিন্ন দানশীল বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় এবং সংগঠনের সকল সদস্যদের অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করে। ঈদ সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শাহীন, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক সোলায়মান আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিলন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক, দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক।
এ সময় মানব সেবা সামাজিক সংগঠের সভাপতি মোঃ ফেরদৌস রহমান এবং জাকিরুল ইসলাম জ্যাকি তাদের বক্তবে বলেন, এটি একটি মানবিক সংগঠন, সমাজের অবহেলিত গরীব, দুঃখী, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূলমন্ত্র। আজ আমাদের সমাজে অনেক ভালো ভালো পরিবারের যুবক ছেলে মেয়েরা মাদকে আসক্ত হয়ে পড়ছে, এসব থেকে দূরে থাকার প্রত্যয় নিয়ে, আমরা কজন মিলে ২০২০ সালে এই মানব সেবা সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেছি। আজ অর্ধশত সদস্য নিয়ে কাজ করছি, আমাদের এই সমাজে অনেক বিত্তবান রয়েছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ায় অবশ্যই আমরা একদিন সামাজিক বৈষম্য একটু হলেও দূর করতে পারব। তারা আরো বলেন আমরা যদি প্রতিদিন মাছ মাংস দিয়ে খাবার খায় তাহলে আমাদের সমাজের অবহেলিত মানুষেরা মাসে একদিন কেন খেতে পারবে না এবং সমাজের অবহেলিত মানুষের যেকোনো সমস্যা নিয়ে আমরা পাশে দাঁড়াতে প্রস্তুত।
এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সক্রিয় সদস্য মোঃ ফুলবাবু এস এম রাশেদুল ইসলাম রিমন সহ অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ। বক্তব্য শেষে তারা সবার মাঝে ইফতারি বিতরণ করেন এবং দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।