নিজস্ব প্রতিনিধিঃ স্বপ্নপূরণ পাঠশালা শিশুদের শিক্ষার বিকাশের জন্য একটি মানব সেবা মূলক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে অসহায় শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও খাবারের ব্যবস্থা সহ সার্বিক দিক থেকে সহায়তা করা হয়। এ প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন। সভাপতির দায়িত্বে রয়েছেন মালেক সংসদের প্রতিষ্ঠাতা, যুব সমাজের আইকন, গরীব মেহনতী মানুষের বন্ধু, অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর হেমিলিওনের বাঁশিওয়ালা মোঃ আব্দুল মালেক মুন্সি। তাদের অক্লান্ত পরিশ্রমে অসহায় শিশুরা পেয়েছে শিক্ষার ঠিকানা।
সামনে আসন্ন ঈদুল ফিতর প্রতি বছরের ন্যায় এবারও স্বপ্নপূরণ পাঠশালার উদ্যোগে ১১/৫/২১ ইং তারিখ কদমতলী থানা সংলগ্ন মদিনাবাগ এ অসহায় শিশুদের মাঝে পাঞ্জাবি, জামা এবং সেমাই চিনি বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
করোনা যোদ্ধা খেতাবপ্রাপ্ত কদমতলী থানার সর্বসময়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর। তিনি স্বপ্নপূরণ পাঠশালায় যেকোন প্রোগ্রাম হলে আসেন। শিশুদের মুখে হাসি ফোটাতে। তার মত এমন একজন পুলিশ অফিসার কদমতলী থানার গর্ব। তিনি স্বপ্নপূরণ পাঠশালার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান মিলন বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর অশেষ রহমতে আমার শ্রদ্ধেয় বড় ভাই যুব সমাজের আইকন মোঃ আব্দুল মালেক মুন্সির নির্দেশে আজ ৩’শতাধিক অসহায় শিশুর মাঝে ঈদের পাঞ্জাবি, জামা এবং সেমাই, চিনি বিতরণ করলাম। মিয়া ভাই যেন সর্ব সময় সুস্থ থাকেন দোয়া করি।
আয়োজনটি পরিচালনায় সহযোগিতা করেন, আকাতারুজ্জামান, আক্তার হোসেন মামুন পাঠান, রফিকুল ইসলাম জীবন, জাহাঙ্গীর মিয়া, আলি আকবর, খান মোজাম্মেল হক মিঠু, ডিস বাবু।
আয়োজনে ছিলেনঃ মেহেদি হাসান বাবুল, সুমন, শাহিন, সালাম, মেহেদি,দিলা, সুজন, মনির, ছোট মিলন, সাব্বির, মানিক, সাকিল, আরও অনেকে।