নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বৌবাজার মল্লিকবাড়ি মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির নির্দেশে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী, একসময়ের কুতুবপুরের জনপ্রিয় ফুটবলার হাজী মীর হোসেন মীরুর সার্বিক তত্ত্বাবধানে ১২/৫/২১ ইং তারিখ ৫০০০ অসহায় দুস্থদের মাঝে চিনি, সেমাই, শাড়ি কাপড় বিতরণ করা হয়়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাজী মীর সোহেল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ সহ সভাপতি, আব্দুল হক সিকদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি, মোজাফফর, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি, চৌদ্দ পঞ্চায়েত সভাপতি, মোজাফফর সিং, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি, আঃ রশিদ মোল্লা, ফতুল্লা থানা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লগ নেতা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ইমারত ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, কুনাফের সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা দ্বীন ইসলাম, ৬ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, যুবলীগ নেতা মোঃ নবী।
আয়োজনে ছিলেন, আকতারুজ্জামান লিমন, খাঁন মোঃ গেন্দু, মোঃ খলিল, মোঃ জাহাঙ্গীর, মোঃ মাহবুব, মোঃ রাজিব, মোঃ রবিন, ইমরান হোসেন ইদরান, মোঃ রিয়াজ, মোঃ ইকবাল, মোঃ মুক্তার, সোহাগ ও রাজিব স্মৃতি সংসদ সদস্যবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী নেওয়ার সময় অসহায় দুস্থ পরিবার গুলো বলেন, হাজী মোঃ মীর হোসেন মীরু আমাদের গরীব-দুঃখীদের জন্য আস্থার ঠিকানা। আমরা যেকোন বিপদে তাকে কাছে পাই। আমরা সব সময় তার সুস্থতা কামনা করি।