নিজস্ব প্রতিনিধিঃ লঞ্চ ভ্রমণে আপনার আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে মেসার্স লক্ষীবাজার শিপিং করপোরেশন নিয়ে এলো এম ভি বোগদাদিয়া-৮।
আজ বৃহস্পতিবার ৩/৬/২১ ইং তারিখ আজ রাতে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে নতুন আঙ্গিকে
বোগদাদিয়া- ৮ লঞ্চ চলবে।
লঞ্চটি প্রতিদিন চলবেঃ ঢাকা – চাঁদপুর – ঈদগাহ ফেরিঘাট।
ঈদগাহ ফেরিঘাট – চাঁদপুর – ঢাকা।
যাত্রীদের জন্য এই লঞ্চটিতে রয়েছে ডাবল বা সিঙ্গেল কেবিন, প্রথমশ্রেনী এসি চেয়ার কিংবা দ্বিতীয় শ্রেনী চেয়ারসহ সকল প্রকার সুযোগসুবিধা। বোগদাদিয়া-৮ আপনার নদী ভ্রমণের ধারণাকেই বদলে দেবে। আধুনিক নির্মান শৈলী ও পরিচ্ছন্ন পরিবেশে লঞ্চটিতে যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা।
লঞ্চটি ছাড়ার সময়ঃ ঢাকা থেকে রাত ৯.৪০ মিঃ,ঈদগাহ ফেরিঘাট থেকে বিকাল ৩ টা,
চাঁদপুর থেকে বিকাল ৪.৩০ মিঃ।
যোগাযোগঃ ০১৩০৪২০৯৯৫০
০১৬২৬৪৭০৬৮৫
০১৮২২৮৩৯৪৪০