নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের ভোটে বারবার নির্বাচিত দুই জন সফল কাউন্সিলর ৬১ নং ওয়ার্ডের মোঃ জুম্মন মিয়া এবং ৬০ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মজুমদার। এই দুইজন কাউন্সিলর প্রতিনিয়ত তাদের ওয়ার্ডের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ঠিক সেই লক্ষ্যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলে নূর তাপস সাহেবের জরুরি উন্নয়ন তহবিল হইতে অদ্য ০৩/০৬/২০২১,রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ৬০নং ওয়ার্ডের দক্ষিণ দনিয়া নুরপুর বাইতুস সালাম জামে মসজিদ রোডের শুভ উদ্বোধন করেন, ৬১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুম্মন মিয়া ও ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন মজুমদার। উক্ত রাস্তাটি সমন্বিত প্রকল্প। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।