নিজস্ব প্রতিনিধি,রাহাদঃ দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদের একজন মানবিক চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী। কখনো করোনা যোদ্ধা, কখনো গরীব অসহায় দুঃখী মানুষের বন্ধু, আবার কখনো যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা কিংবা ব্যবসার জন্য স্পৃহা জাগানো এছাড়াও কোন্ডা ইউনিয়ন পরিষদকে উন্নয়নের রোল মডেলে গড়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ শাহীন এর নির্দেশনা অনুযায়ী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ঠিক সেই লক্ষ্যে, ৩/৬/২১ ইং তারিখ বৃহস্পতিবার উপজেলা ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেবকে নিয়ে দোলেশ্বর কলেজ রোড হতে বেগুন পট্টি রাস্তা এবং পানগাঁও রাস্তায় ব্রিজ কালভার্ট এর বর্তমান অবস্থা সংস্কারের জন্য পরিদর্শন করেন।
এ সময় চেয়ারম্যান ফারুক বলেন, বৃষ্টি বাদলে প্রকৃতি অস্থির, কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর কলেজ রোড হতে বেগুন পট্টি রাস্তা এবং পানগাঁও রাস্তায় ব্রীজ কার্লভাটের বর্তমান অবস্থা উপজেলা ইঞ্জিনিয়ার শাজাহান সাহেব কে সাথে নিয়ে পরিদর্শণ করি | অচিরেই রাস্তা এবং ব্রীজের সমস্যা ফিক্সাপ করা হবে ইনশাআল্লাহ |