নিজস্ব প্রতিনিধিঃ আজ ৪/৬/২১ ইং তারিখ শুক্রবার রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সহ-সভাপতি, তারাবো পৌরসভা ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম মনির এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুবমহিলা ও মহিলা লীগ ভুলতা গাউছিয়া চত্বরে মানববন্ধন করেন।
এসময় রূপগঞ্জ উপজেলা যুব মহিলা ও মহিলা লীগ সদস্যবৃন্দ বলেন, তারাবো পৌরসভা ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম মনির ভাই এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ভাই সততা, নিষ্ঠা ও পরিকল্পিতভাবে পরিকল্পনার মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে। তারা দুই জনই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বাস্তবায়নের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনা অনুযায়ী উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ঠিক সেই সময় একশ্রেণীর স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলায় জড়িয়ে উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য পায়তারা চালাচ্ছে। এ সময় তারা প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।