নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধার দুটি খাতা। ১ টি জীবিত, ১টি মৃত্যু খাতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪/৬/২১ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধার মৃত্যু খাতায় নাম লেখালেন বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুর রহমান। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন জাজিরা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, পুলিশ প্রশাসন, ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী গোলাম রহমান, মরহুমের পুত্র রাকিবুল হাসান রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী এ সময়
বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।