নিজস্ব প্রতিনিধিঃ ধলেশ্বরী নদীগর্ভে গত এক বছরে কেরানীগঞ্জ উপজেলাধীন কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দী গ্রামের একশত এর উপরে ঘর-বাড়ী বিলীন হয়ে গিয়েছে। এলাকার জণগণের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ৫/৬/২১ ইং তারিখ শনিবার জিও ব্যাগ ফেলে নদী শাসনের কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান জননেতা- শাহীন আহমেদ। করোনা কিংবা যে কোনো দুর্যোগ মোকাবেলায় একজন সাহসী যোদ্ধা হয়ে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জের সর্বস্তরের জনগণের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন।