বিশেষ প্রতিনিধি,রায়হান হাসান রিদয়ঃ বরিশালের আগৈলঝাড়ায় আজ ৯/৬/২১ ইং তারিখ এক সন্তানের জননী গৃহবধূ টুম্পা রানী মন্ডল বিষ পান করে আত্মহত্যা করেছেন । রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে এ ঘটনা ঘটে । নিহত টুম্পা রানী মন্ডল ওই গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম ।
জানা গেছে , পারিবারিক বিরোধের জেরে এক সন্তানের জননী টুম্পা রানী মন্ডল বুধবার সকালে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন ।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, টুম্পার আত্মহত্যার কারন প্রাথমিক ভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান মাজহারুল ইসলাম ।