নিজস্ব প্রতিনিধিঃ আজ ৯/৬/২১ ইং তারিখ বুধবার সকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় নবনির্মিত শহীদ শেখ রাসেল পার্ক শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস।
উদ্বোধন কালীন সময় উপস্থিত ছিলেন, ঢাকা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা-০৫ নির্বাচনী এলাকার ১৪-দলের প্রধান সমম্বয়ক, ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জননেতা হারুনর রশীদ মুন্না এবং ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা খোকন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-০৫ আসনের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, পুলিশ প্রশাসন ও মিডিয়া।
এ সময় মেয়র শেখ ফজলে নূর তাপস পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে শেখ রাসেল পার্ক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুর ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার লক্ষে যাত্রাবাড়ী চৌরাস্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিকে স্মরণ রাখার জন্য এত সুন্দর একটি পার্ক ঢাকা দক্ষিণ সিটির মধ্যে করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।