নিজস্ব প্রতিনিধি, রাহাদঃ রক্তের বন্ধনে বাধি সুন্দর পৃথিবী। সেই উদ্দেশ্যে আজ ১২/৬/২১ ইং তারিখ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলম সাহেবের পুত্র বিশাল ধনকুবের মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বদরুল আলম লাবুর নিজস্ব প্রচেষ্টায় গড়া বদরুল আলম লাবু ফাউন্ডেশনের উদ্যোগে সর্বমোট ২৩ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেয়া হয়েছে।
সম্মানিত রক্ত দাতাদের এই ত্যাগ অমূল্য। তাদের কোন ভাবেই এই প্রতিদান দেয়া সম্ভব নয়, তাই এখন থেকে বদরুল আলম লাবু ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানিত রক্তদাতাদের প্রতি মাসে বিশেষ পুরুষ্কারে সম্মানিত করা হবে।
এ সময় দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধির সাথে বিশেষ সাক্ষাৎকারে বদরুল আলম লাবু বলেন, আমরা প্রায়ই দেখি মুমূর্ষ রোগীরা রক্তের অভাবে মৃত্যুবরণ করেন, বিশেষ করে গর্ভবতী মায়েরা প্রসবকালীন সময়ে রক্তের অভাবে বেশি মৃত্যুবরণ করে থাকেন। সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আমার মরহুম বাবার মতোই চেষ্টা করছি মানুষের সেবা করতে। সবাই আমার জন্য দোয়া করবেন।