নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন আব্দুল্লাহপুর এলাকার রাস্তার দুই ধারে গড়ে ওঠা অবৈধ দোকান এর কারণে জনগণের চলাচলে সমস্যা হতো এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।
এ সমস্যা নিরসনে ১৭/৬/২১ ইং তারিখ বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর নির্দেশে আব্দুল্লাহপুরবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ নিরসনের লক্ষে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তি বারেক মাদবর তালুই, বাবুল মেম্বার, ইউ.ডি.সি মোঃ মাসুম উপস্থিত হয়ে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা টং দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন। এতে করে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং অচিরেই দীর্ঘ যানজট থেকে আব্দুল্লাহপুর বাসী মুক্তি পাবে এমনটাই মনে করেন সাধারণ জনগণ।