“বাবা আমার পৃথিবী-বাবা আমার অনুপ্রেরণা
বাবা তোমার কর্ম ইতিহাস যেন ধরে রাখতে পারি
এটা আমার প্রত্যয়”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন নিবন্ধনকৃত (আয়ু) ডিএ নং- বিএ- (২-১৪) সর্ববৃহৎ কবিরাজ হোসেন মোল্লা আয়ুর্বেদিক ফার্মেসি।
দক্ষিণ বাংলার স্বর্ণপদক সহ বহু সম্মাননায় ভূষিত স্বনামধন্য কবিরাজ মরহুম হোসেন মোল্লার পুত্র কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির জন্য হারবাল চিকিৎসার মাধ্যমে রোগী দেখেন। যিনি হারবাল মেডিসিন বিষয়ক গ্রেট B/PHC প্রশিক্ষণ প্রাপ্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এখানে, গ্যাস্ট্রিক, চর্ম, যৌন, পাইলস, স্বপ্নদোষ, সকল প্রকার মেহ, ডায়াবেটিকস, হাঁপানি, জন্ডিস, বাত ব্যথা ও মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও এখানকার দাঁতের মাজন, টুথপেস্ট, ব্যথার মলম এবং ঔষধ সর্বজন সমাদৃত।
বিশেষ করে এখানে সুচিকিৎসার পাশাপাশি অর্জুন, উলটকম্বল, লটপিপুল, চিরতা, ত্রিফলা, মেথি, দারুচিনি, লবঙ্গ, রসুন যত্নের সাথে গুড়া করে বিক্রয় করা হয় এবং কালোজিরা তৈল, মধু ও নিমের তেল পাওয়া যায়়।
রোগী দেখার সময়ঃ শুক্র ও শনিবার
রোগী দেখার স্থানঃ জয়শ্রী বাসস্ট্যান্ড, নিজস্ব (৫ম তলা ভবন), পোঃ শিকারপুর, বরিশাল।
ফ্যাক্টরিঃ রাহুত কাঠি বন্দর, পোঃ শিকারপুর, বরিশাল।
বিঃদ্রঃ ভিপি ও পার্সেল যোগে এখান থেকে ঔষধ পাঠানো হয়।
বিক্রয় পরিচালকঃ কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন।
মোবাইলঃ ০১৭১৩৯৬৬৫৫১ (বিকাশ, রকেট)
০১৮১৩৯৬৬৫৫১
মেইলঃhmcbarishal@gmail.com