নিজস্ব প্রতিনিধিঃ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও ৬ নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য মোস্তফা চৌধুরি সহ পাগলা বাজারের লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় একটি অধ্যাদেশ’ জারি করা হয়। যেখানে সকলকে অত্যাবশ্যকীয় ভাবে মাক্স পরে ঘর থেকে বাড়ির বাহিরে বের হতে বলা হয়েছে। খাবার রেস্টুরেন্ট সহ সকল ধরনের দোকান বন্ধ থাকবে, সামাজিক, অনুষ্ঠানে সমাবেশ করা যাবে না।
এসময় চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু বলেন, আমাদের কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। অতি দ্রুতই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। যেহেতু জলাবদ্ধতা নিরসনের কাজ সেনাবাহিনীর আওতাধীন এরপরেও একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব অনুযায়ী আমি চেষ্টা করে যাচ্ছি। আর অবশ্যই যেহেতু করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে আমাদের নারায়ণগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিয়ম অনুযায়ী বিগতবারের মতো লকডাউন দেওয়া হয়েছে তাই সকলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি।