নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলম সাহেবের পুত্র বিশাল ধনকুবের মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বদরুল আলম লাবু ২৩/৬/২১ ইং তারিখ বুধবার সন্ধ্যার পর বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং জুরাইন আলম সুপার মার্কেটে তার রাজনৈতিক অফিস উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ১ নং যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসাইন কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামিল হোসেন ঢালী, ১নং যুগ্ন সদস্য সচিব ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি ও যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ এর নেতা অহিদুল ইসলাম বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।