নিজস্ব প্রতিনিধি,রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের একনিষ্ঠ ভক্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন এর ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলাউদ্দিন হাওলাদার আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩/৬/২১ ইং তারিখ সন্ধ্যার পর নিজস্ব কার্যালয়ে কেক কেটে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন।
্
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেন, আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসাম সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আমি নির্বাচিত হবার পর থেকে আমার ওয়ার্ডে প্রতিনিয়ত উন্নয়নমূলক কার্যক্রম করে যেতে চেষ্টা করেছি। তবে বর্তমানে করোনা এবং দীর্ঘ কয়েক দিনের বৃষ্টিতে আমার ওয়ার্ড এর জনগণ খুব অসহায় অবস্থায় রয়েছে। আমি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং আমার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর কাছে আহ্বান তারা যেন জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত পদক্ষেপ নেন তাহলে আমার ওয়ার্ড এর জনগণ জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।