নিজস্ব প্রতিনিধিঃ ২৪ জুন ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তন, ঢাকায় জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
এই সময় স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী বৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জননেতা, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন সেজন্য প্রার্থনা করেন।