কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে ২১ তারিখের নির্বাচনে ৩নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হলেন ফুলদি এলাকাবাসীর হৃদয়ের স্পন্দন গরিব দুঃখী অসহায় মানুষের প্রিয় বন্ধু মোঃ ইকবাল হোসেন সারোয়ার।
২১ জুন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দিনশেষে ৭১০ ভোটে তালা মার্কা নিয়ে জয়ী হন জনতার মেম্বার মোঃইকবাল হোসেন সারোয়ার।
বিজয়ী মেম্বার ইকবাল হোসেন সারোয়ার সাংবাদিকদের বলেন, বিগত দিনে বক্তারপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণ উন্নয়ন হয়েছে। এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন খাতে এই এলাকার উন্নয়নের জোয়ার ছিল। এলাকাবাসীর বিপদে-আপদে সব সময় পাশে ছিলাম। আর তারই ধারাবাহিকতায় এই এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি এই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব।২১ তারিখের নির্বাচনে যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি এই ওয়ার্ড বাসীকে কথা দিলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত থাকবো।
এ সময় নবনির্বাচিত মেম্বারকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ফেরদৌস আহমেদ বাদল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসাধারন সম্পাদক মো আল আমীন, স্থানিয় বিভিন্ন নেতা কর্মিদের মধ্যে জাহাঙ্গীর মিয়া, লিখন মিয়া, মিরন মিয়া, সিন্দুর মিয়া, গফুর শেখ, ফুল্লু মিয়া , শিফা, মো রিপন, আলী হোসেন, মানিক সরকার, আকবর, আদিব, বিপ্লব, মনির,নাঈম, সায়েম, আরিফ, সালাউদ্দিন, রিটু, সাকেল, হাসির, ইসমাইল, আলী নেতা কর্মিরা এবং এলাকাবাসী।