নিজস্বব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজামের পরামর্শ অনুযায়ী কুতুবপুর ৫ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদারের নিজস্ব উদ্যোগে নিজ কার্যালয় থেকে আজ ২৯/৬/২১ ইং তারিখ মঙ্গলবার সকাল ১১ঃ০০ টায় পানিবন্দি, গরীব অসহায় ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ কেজি চাউল, ১ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১ কেজি লবণ বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরীর উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সংক্ষেপে বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের সাথে পরামর্শ অনুযায়ী এবং ডিএনডি সেনাবাহিনী দের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। আমার কুতুবপুরের প্রতিটি ওয়ার্ডের মেম্বাররা তাদের নিজস্ব অর্থায়নে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। মেম্বার আলাউদ্দিন হালাদারের এমন মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী নিজ অর্থায়নে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি আমার ওয়ার্ডের বিত্তবানরাও এগিয়ে আসুন বন্যার্তদের পাশে।
এরপর মেম্বার আলাউদ্দিন হাওলাদার তার ৫ নং ওয়ার্ডের মুসলিম নগর, শাহী বাজার, শরীফবাগ, আমতলা, নিশ্চিন্তপুর, দৌলতপুর, মুন্সিবাগ, সহিদ নগর, ওয়ায়েস করনী আদর্শনগর এলাকায় ত্রাণ বিতরণ করেন।