নিজস্ব প্রতিনিধি, রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিনী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সির তত্ত্বাবধানে কুতুবপুর ইউনিয়নের ৩০০ পানিবন্দি, অসহায়, দুস্থ পরিবারের জন্য ক্ষুদ্র পরিসরে আর্থিক অনুদান পাঠানো হয়েছে।
যে অর্থ আজ ৩০/০৬/২১ ইং তারিখ বুধবার সকাল ১১ টায় মোঃ আব্দুল খালেক মুন্সির সুযোগ্য পুত্র ব্যারিস্টার শাহাদাত হোসেন মুন্সী এবং ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন শুভ মুন্সি ৫নং ওয়ার্ড মুন্সিবাগ নিজস্ব কার্যালয় থেকে পানিবন্দি, অসহায় ,দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার পরিচালিকা মাহমুদা আক্তার ডালিয়া, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সহ-সভানেত্রী কামরুন নাহার, ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ফজলুর রহমান, তরুণ সমাজসেবক নাজমুল হুদা হিরু।
জানা যায়, পর্যায়ক্রমে পানিবন্দি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
কুতুবপুরের পানিবন্দি, অসহায়, দুস্থ মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার শাহাদাত হোসেন মুন্সি এবং ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন শুভ মুন্সি।