মোঃ জাহিদুল ইসলাম, রাজিবপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এটি বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যে কারণে সকাল থেকে রাজিবপুরে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন জায়গায় মোবাইল কোড পরিচালনা করে জরিমানা করা হয়েছে । কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় ১৫ জনের অধিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুইশত টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয় । অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হয়েছে । এরমধ্যে রয়েছে ব্যবসায়ী ও পথচারীরা । সকাল থেকে দিনব্যাপি রাজিবপুরে গাড়ির সংখ্যা ছিল না বলেই চলে । প্রশাসনের কঠোর পর্যবেক্ষণ ও পদক্ষেপের ফলে কেউ যানবহন বের করতে সাহস পায়নি । রাস্তাঘাটে মাঝেমধ্যে দুএকটি অটোরিকশা ও মোটরসাইকেল চোখে পড়েছে। এছাড়া অন্যান্য যানবাহন চলাচল করে নি । সাধারণ সড়ক গুলোতে মানুষের চলাচল একেবারেই সীমিত। জরুরী প্রয়োজনে কেউ কেউ ঘরে বাহিরে বের হয়েছেন। কঠোর লকডাউনের প্রথম দিনে রাজিবপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জনকে ২৩ হাজার অধিক জরিমানা করা হয়েছে । অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবিরুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, সহকারী পুলিশ সুপার রৌমারী ও রাজীবপুর সার্কেল মাহফুজ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃসারওয়ার জাহান, রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান, পরিসংখ্যানবীদ রোকুনুজ্জামান প্রমুখ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ,জানান সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী আজকে ১৫ জনের অধিক অর্থদন্ড করা হয়েছে । জনগণের সুরক্ষার জন্য লকডাউন দেওয়া হয়েছে তিনি জরুরি প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়ার জন্য উপজেলার সকল জনসাধারণেরকে অনুরোধ করেন।