নিজস্ব প্রতিনিধি রাহাদ হোসেনঃ আজ ২/৭/২১ ইং তারিখ শুক্রবার বিকেলে জিনজিরা ইউনিয়ন তথ্য ও প্রযুক্তি লীগের উদ্যোগে জিনজিরা বাস স্ট্যান্ডে করোনা দুর্যোগ গ্রস্ত অসহায় দের মাঝে খাবার বিতরণ করেন মুজাহিদুল ইসলাম মামুন,যুগ্ম আহবায়ক,দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।
এ সময় প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে সংক্ষিপ্তভাবে মুজাহিদুল ইসলাম মামুন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আজ লকডাউন এর দ্বিতীয় দিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্দেশনা অনুযায়ী আমরা কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে পূর্বের ন্যায় এবারও খাদ্য সামগ্রী পৌঁছে দেব। আপনারা অবশ্যই সরকারি দিক নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলুন। অতি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। আর বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন।