রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে বৈশ্বিক করোনা দুর্যোগের কারণে চলছে কঠোর লকডাউন। পাশাপাশি দীর্ঘ কয়েক দিনের বৃষ্টিতে কুতুবপুরের প্রায় অধিকাংশ জনগণই পানিবন্দি হয়ে পড়েছেন। তবে করোনা দুর্যোগ থেকে মুক্তি পেতে জনগণকে সর্তকতা অবলম্বন এর পরামর্শ দিচ্ছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বাররা এবং জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছেও গিয়েছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন দ্রুত জলাবদ্ধতা নিরসন করা হবে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী কুতুবপুর ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি তার তিনটি ওয়ার্ডের জনগণের পাশে সুখে-দুঃখে সর্বসময় ছিলেন এবং আছেন। বিশেষ করে করোনাকালীন এই মহাদুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং নগদ অর্থ উপহার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে তালিকা অনুযায়ী দেশের এই মহাদুর্যোগে মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি তার ৭,৮,৯ নং ওয়ার্ডে তালিকা ভিত্তিক অনুযায়ী সুষ্ঠুভাবে বিতরণ করে যাচ্ছেন।
তিনি প্রতিবেদক এর সাথে বিশেষ সাক্ষাৎকারে জানান, আমার ৭,৮,৯ নং ওয়ার্ড ৩ টি জনবহুল ওয়ার্ড। চেষ্টা থাকলেও সাধ্য অনুযায়ী অনেক সময় জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয় না। তবে, এই লকডাউনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৫০ জনকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ১৫ জনকে, ৪ জনকে বিধবা বিধবা ভাতা প্রদান করেছি। করোনাকালীন এই ভয়াবহ সময়ে ঘরে বসেই নগদ একাউন্টে নগদ অর্থ পৌঁছে যাচ্ছে।এছাড়াও, অসহায় কর্মহীন পরিবারের মাঝে ১ম কিস্তিতে ৪৫০ টাকা করে ১২০ টি পরিবার, ২য় কিস্তিতে ৪৫০ টাকা করে ১৫০ টি পরিবারের মাঝে বিতরণ করতে পেরেছি এবং ৫০০ টাকা করে ৩০ টি পানিবন্দি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি।
আমাদের আলীগঞ্জ রেললাইনের পূর্বপাশে পিলকুনি, লাল খা, তক্কার মাঠ এলাকায় জলাবদ্ধতা অত্যন্ত বেশি। জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং ডিএনডির আওতাধীন সেনাবাহিনী পানি নিষ্কাশনের জন্য খাল খননের কাজ চলমান রেখেছেন। আশা রাখি আমার তিনটি ওয়ার্ডের জনগণ খুব শীঘ্রই এ সমস্যা থেকে নিস্তার পাবে। এই মহাদুর্যোগে আমার ৭,৮,৯ নং ওয়ার্ডের বিত্তশালীরা এগিয়ে আসলে জনগণের দুঃখ কষ্ট দূর করা সহজতর হবে।