নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার পর থেকেই আমাদের দেশটা প্রাকৃতিক দুর্যোগে বহুবার বাধাগ্রস্ত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগ বর্তমানে পুরো বিশ্বের মাঝে একটি ভয়াবহ রোগ। এই রোগ থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। ঠিক সেই সময়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, স্থানীয় রাজনীতিবিদরা করোনা যোদ্ধা হয়ে মানুষের মাঝে সেবা দিয়েছেন। প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার সুষ্ঠুভাবে পৌঁছে দিয়েছেন। বিশেষ করে মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা নিরলস পরিশ্রম করেছেন তার ৪,৫,৬ তিনটি ওয়ার্ডের মানুষকে সচেতন করতে এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে। কিন্তু এবার লকডাউন এর পাশাপাশি পুরো কুতুবপুরের প্রায় অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জনগণের মনে ১টা প্রশ্ন ছিল, মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা কি আমাদের এই পানিবন্দি মানুষের পাশে দাঁড়াবে?
ঠিক তখনই সেই প্রশ্নের বাস্তবায়ন করে, তার তিনটি ওয়ার্ডের জনগণের পাশে দাঁড়াতে, খোঁজখবর নিতে নিজে পানিতে ভিজে দেখা করতে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পাঠানো নগদ অর্থ উপহার পৌঁছে দিয়েছেন বেশ কয়েকটি পানিবন্দি পরিবারের মাঝে। এমনকি আজ ৩/৭/২১ ইং তারিখ ৬ নং ওয়ার্ড বৃহত্তর রসুলপুর এলাকায় পানিতে ভিজে অসহায় মানুষের খোঁজ খবর নেন। ৪,৫,৬ নং ওয়ার্ড এর জনগণ তার পরিবারের মতো সেই প্রমাণের সঠিক বাস্তবায়ন করছেন।
এসময় মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা বলেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সাহেবের দিক নির্দেশনা অনুযায়ী ৬নং ওয়ার্ডের আওতাভুক্ত বৃহত্তর রসুলপুর এলাকার পানিবন্ধী মানুষগুলোর পাশে থাকার প্রচেষ্টা নিয়ে আজ ছুটে যাওয়া তাদের কাছে। আজ আমার সাথে থেকে আমার কাজে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জামাল উদ্দিন বাচ্চু মামা, দ্বীন ইসলাম মামা, রাজা মামা, কুঁড়েঘরের সভাপতি জিয়া মামাসহ স্নেহের ছোট ভাইগুলোকে।