রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সহিদনগর, আদর্শনগর, বাদামতলা, মুন্সিবাগ এর জনগণ দীর্ঘ বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে। অসহায় পানিবন্দি মানুষের অবস্থা খুবই শোচনীয়। খুব শীঘ্রই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করবেন।
ঠিক সেই সময়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সহধর্মীনি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার পরিচালিকা মাহমুদা আক্তার ডালিয়ার নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সহিদ নগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ৭/৭/২১ ইং তারিখ সকাল ১০ঃ০০ টা থেকে ৩৫০ অসহায়-দুস্থ, পানিবন্দি পরিবারের মাঝে পরিবার প্রতি খাদ্য সামগ্রী ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ,মোঃ আব্দুল খালেক মুন্সি, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা, মোঃ আব্দুল মালেক মুন্সি, সহিদ নগর এর প্রতিষ্ঠাতা সহিদউল্লাহ,সহিদ নগর পঞ্চায়েত কমিটির, সাবেক সভাপতি, হাজী গাজী মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, জাকির হোসেন, শাহ আলী, আজিজুল ইসলাম, রাজুুু মাহফুজ, মোস্তাক মিয়া, স্বপন মিয়া, মামুন, আরিফ, হাসান মিয়া, রাজু কালুু।
এসময় মোঃ আব্দুল খালেক মুন্সি সংক্ষেপে বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সহধর্মিনী সালমান ওসমান লিপি ভাবি আমাদের ৫ নং ওয়ার্ডের পানিবন্দি পরিবারের মাঝে গত ৩০/৬/২১ ইং তারিখ ক্ষুদ্র পরিসরে আর্থিক সহায়তা দিয়েছেন এবং আজ ৩৫০ পরিবারের মাঝে তার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি সহ, বিত্তবানরা এগিয়ে আসলে পানিবন্দি মানুষগুলো চীর উপকৃত হবে।