নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এর জনগণ দীর্ঘ বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে। এদের অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে রসুলপুর, বাদামতলা, মুন্সিবাগ, দৌলতপুর, নিশ্চিন্তপুর, সহিদ নগর, ওয়ায়েসকরনী আদর্শনগর, নুরবাগ এলাকার পানিবন্দি, গৃহবন্দী, অসহায়, দুস্থ জনগণ গুলো এই দুর্যোগে জনপ্রতিনিধি এবং বিত্তবানদের দিকে আর্থিক সহায়তার জন্য তাকিয়ে রয়েছেন কিংবা জলাবদ্ধতা নিরসন হলে কাজ কর্মের সন্ধান করে দুবেলা-দুমুঠো খাবারের সন্ধান করতে পারতো। জলাবদ্ধতার কারণে যাতায়াত ভাড়া দ্বিগুণ হয়ে গিয়েছে।
ঠিক সেই সময়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা নিজে পানিতে ভিজে প্রতিনিয়ত জলাবদ্ধ পানিবন্দি মানুষ এর খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি সাধ্য অনুযায়ী মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা করে ৩০ টি পরিবারকে দিয়েছেন। বিশেষ করে, ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকার আদর্শ মানব সেবা সংঘের সদস্যদের নিয় পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক, ডিএমপির আওতাধীন সেনাবাহিনী এবং আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু খাল খনন এবং ব্রিজ সংস্কারের কাজ দ্রুত করে যাচ্ছেন। খুব শীঘ্রই এই জলাবদ্ধতা আর থাকবে না। আমাদের কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য চেয়ারম্যান মহোদয় নির্দেশনা অনুযায়ী পরিদর্শন করছেন। আমিও আমার ৪,৫,৬ নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের খোঁজখবর নিয়েছি। তাদের অবস্থা খুবই খারাপ।
এসময় তিনি আরো বলেন,মানবসেবা করা মহৎ ও পূর্নের কাজ। আল্লাহ সকলকে সেই কাজ করার তৌফিক দান করেন না। তাই আমি আল্লাহ দরবারে প্রতিনিয়ত একটি প্রার্থনাই করি , আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হই বা না হই মানবকল্যানে ও মানবসেবায় যেন নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি 🤲 সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই নিরলসভাবে জনগনের সেবা করে যেতে পারি 🤲🤲🤲।