কেদারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর নদী ভাঙ্গল কবলীত এলাকার নদী ভাঙ্গনে নিঃস্ব, অসুস্ত সেকান্দার হাওলাদার কে নগদ অর্থ উপহার প্রদান করেছেন বাবুগন্জের মাটি ও মানুষের প্রকৃত বন্ধু “ফারজানা বিনতে ওহাব”।
সেকান্দার হাওলাদারের সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার পরই তার বিষয়টি নজরে আসে ওহাব খানের কন্যার, দেখা মাত্রই তার সার্বিক বিষয় জানতে চেয়ে নির্দেশনা প্রদান করেন। প্রকৃত বয়স ৮০+ হওয়ার পরও ভোটার আইডি কার্ডে বয়স কম হওয়ায় বয়স্কভাতা থেকে বন্চিত সহ অন্যান্য সরকারী অনুদান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং বয়স্কভাতা না হওয়া পযন্ত নিজস্ব তহবিল থেকে তাকে প্রতি মাসে সম্মানিবাবদ ১০০০ করে টাকা প্রদানের নিস্চয়তা দিয়েছেন।
নগদ অর্থ প্রদানের বিষয় ফারজানা বিনতে ওহাব বলেন “উপহার গ্রহনে লজ্জা বা নিজেকে ছোট মনে করবেন না, এ রিজিক আপনারই – আমি কেবল সহায়ক মাত্র