নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পাগলা নয়ামাটি ঢাল এলাকায় অবস্থিত লাবনী জুস ফ্যাক্টরি। দীর্ঘ বছর যাবত সরকারি বিধি নিষেধ অনুযায়ী গুণগত ও স্বাস্থ্যকর পরিবেশে লাবনী জুস ফ্যাক্টরিটি চলমান রয়েছে এমনটি বললেন লাবনী জুস ফ্যাক্টরি এর প্রতিষ্ঠাতা মোঃ উজ্জ্বল।
এসময় তিনি বিশেষ সাক্ষাৎকারে প্রতিনিধিকে বলেন, সামনে ঈদ উল আজহা। আমাকে হয়রানির লক্ষ্যে সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে একশ্রেণীর কতিপয় লোক আমার সম্পূর্ণ বৈধ ফ্যাক্টরি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার লাবনী জুস ফ্যাক্টরি সম্পূর্ণ বৈধভাবে দীর্ঘ বছর ধরে চালিয়ে যাচ্ছি।