নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ বৃষ্টিতে কুতুবপুরের বেশিরভাগ এলাকায় পানিতে নিমজ্জিত ছিল। বিশেষ করে কুতুবপুর ৯ নং ওয়ার্ডের অবস্থা খুবই নাজুক ছিল। এমতাবস্থায়, ডিএনডি আওতাধীন সেনাবাহিনী, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ৯ নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু ৯ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে নিরলস পরিশ্রম করে জলাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছে। কিন্তু এরপরেও সম্প্রতি মেম্বার হান্নানুর রফিক রঞ্জুকে নিয়ে বিপুল পরিমাণ টাকা খেয়ে অন্যের জায়গার বিল্ডিং ভাঙ্গার অভিযোগ উঠে। এ ব্যাপারে হান্নানুর রফিক রঞ্জু বলেন, আমার ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে যখন আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি ঠিক সেই সময় আমার বিরুদ্ধে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল সাংবাদিককে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি মিথ্যা সংবাদে আমি ভয় পাইনা। সাংবাদিক ভাইদের কারণেই আমি জনপ্রতিনিধি। সাংবাদিক ভাইয়েদের কাছে অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। দেশ ও মানুষের সেবায় আপনাদের অবদানও অনস্বীকার্য।