নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কদমতলীতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় সাড়ে ৩ হাজার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল, ১৮ই জুলাই (রবিবার) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড এর মেরাজনগর সুপার মার্কেটে করোনা স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এসব ঈদ সামগ্রী বিতরন করেন কদমতলী থানা আওয়ামীলীগ এর ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাই এবং দুধ।
এই ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্ভোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস।
৫৯ ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও আমন্ত্রিত অতিথি বৃন্দ ড. দিলীপ কুমার রায়, সহ- সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, কাজী মোর্শেদ হোসেন কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মোঃ মিরাজ হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মহিউদ্দিন মহি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, গোলাম সারোয়ার কবির, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, চৌধুরী সাইফুন নবাী সাগর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, এফ এম শরিফুল ইসলাম শরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিতি ছিলেন, মোঃ নাসিম, সভাপতি, কদমতলী থানা আওয়ামী লীগ, মোবারক হোসেন, সাধারণ সম্পাদক, কদমতলী থানা আওয়ামী লীগ, জনাবা সাহিদা বেগম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া জিহাদ হোসেন মাতুব্বর, রেজাউল করিম মুন, বিল্লাল,শাখাওয়াত হোসেন, অনিক সহ উপস্থিতি ছিলেন কদমতলী থানা আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও ঢাকা মহানগর এর নেতৃবিন্দ।