1. admin@deshomanusherbarta24.com : admin :
জটিল কঠিন রোগের সুচিকিৎসা পেতে এখনি এসে পড়ুন কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন এর কাছে - দেশ ও মানুষের বার্তা
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গণধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ফেরদৌস আলম ভূঁইয়া মিঠু কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি “”ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশেই গড়ে উঠেছে মাদকের ঘাটি “” আলহাজ্ব  গিয়াস উদ্দিনকে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসন এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে চাই- হানিফ মাতুব্বর  লেবাননে ভিসা প্রাপ্তদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন বাংলাদেশের নাইম আবারো ইন্টারন্যাশনাল মেডেল জয় করলো বিদেশের মাটি থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন জুনিয়র স্কলার স্কুল ও নূরবাগ যুব ফোরামের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ফতুল্লায় এশিয়ান টেলিভিশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানালেন চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু

জটিল কঠিন রোগের সুচিকিৎসা পেতে এখনি এসে পড়ুন কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন এর কাছে

রিপোর্টার নাম:
  • আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৭৮৮ বার পঠিত

বিজ্ঞাপন বার্তাঃ

“বিসমিল্লাহির রহমানির রহিম”

প্রিয় ভাই, বোন, বন্ধু চিকিৎসা সেবায় সর্বাধিক স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশের মানচিত্রে মানবতার সেবায় এক সূর্যউজ্জ্বল পুরুষ মরহুম কবিরাজ হোসেন মোল্লার সুযোগ্য সন্তান কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন এর পক্ষ থেকে সকলকে

“আসসালামু আলাইকুম”

আমন্ত্রণ! আমন্ত্রণ কবিরাজি চিকিৎসা সেবায় সর্বাধিক স্বর্ণপদক প্রাপ্ত মরহুম কবিরাজ হোসেন মোল্লার কবিরাজি চিকিৎসালয়ে আমন্ত্রণ।

বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ মরহুম কবিরাজ হোসেন মোল্লা আয়ুর্বেদিক চিকিৎসালয়।

এখানে যেসকল রোগের চিকিৎসা করা হয়। যেমন-গ্যাস্ট্রিক, আলসার, চর্ম, যৌন, পাইলস, স্বপ্নদোষ সকল প্রকার মেহ, ডায়াবেটিকস, হাঁপানি, জন্ডিস, দীর্ঘস্থায়ী বাত ব্যথা, সব সময় মাথা ব্যাথা, মুখে ও কানের রোগ, মা-বোনদের সকল রোগের চিকিৎসা এবং ছোট ও বড় টিউমারের সুচিকিৎসা করা হয়।

মনে রাখবেন চিকিৎসার জন্য কোনও ফি গ্রহণ করা হয় না।
কেবল ঔষধের ফি মাত্র।

যারা বলেন, চিকিৎসার জন্য সাত সমুদ্র পাড়ি দিয়েও আপনার রোগ থেকে মুক্ত করতে পারেননি ঐ ভাইকে, ঐ বোনকে, ঐ মাকে দৃষ্টি আকর্ষণ করে বলব, হাত জোর করে বলবো, জীবনের শেষ চিকিৎসা হলেও ১টি বার আমাদের চিকিৎসালয়ে আসুন।

শুধু তাই নয়, এখানে অর্জুন, উলট কম্বল, লটপিপুল, চিড়তা, ত্রিফলা, মেথি, দারুচিনি, লবঙ্গ, রসুন যত্নের সাথে গুড়া করে বিক্রয় করা হয় এবং কালোজিরার তৈল, মধু ও নিমের তৈল পাওয়া যায়।

দীর্ঘ ৬৬ বছর ধরে সুনামের সাথে মরহুম কবিরাজ হোসেন মোল্লার তৈরিকৃত দাঁতের মাজন, টুথপেস্ট, ব্যথার মলম সহ যাবতীয় ঔষধ প্রসাধনী বাংলাদেশের সর্বত্র ব্যবহৃত হচ্ছে।

ভিপি ও পার্সেল যোগে এখান থেকে ঔষধ পাঠানো হয়।

চির নিদ্রায় শায়িত কবিরাজী চিকিৎসায় সর্বাধিক স্বর্ণপদক প্রাপ্ত মরহুম কবিরাজ হোসেন মোল্লার একটি বানী,

“মৃত্যুর পরেও যদি
মানুষের উপকার করা যায়
কবর না দিয়ে মোরে
পাঠিয়ে দিও চিকিৎসা মহাবিদ্যালয়”

মৃত্যুর কিছুদিন আগে কবিরাজ হোসেন মোল্লার আরেকটি বিখ্যাত বাণী,

“মানুষের দেহে যত প্রকার রোগ ব্যাধি আছে
সর্ব রোগের ঔষধ আছে
ফলে, ফুলে, গাছে।”

চিকিৎসা সেবায় সর্বাধিক স্বর্ণপদক প্রাপ্ত মরহুম কবিরাজ হোসেন মোল্লার সুযোগ্য পুত্র কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন এর সুচিকিৎসা পেতে সকলে আমন্ত্রিত।

বাবার আদর্শ কে ধরে রাখার জন্য কবিরাজ মোল্লা আসাদুজ্জামান রিপন এর একটি বানী,
“বাবা আমার পৃথিবী,
বাবা আমার অনুপ্রেরণা,
বাবা তোমার কর্ম ইতিহাস
যেন ধরে রাখতে পারি
এটাই আমার প্রত্যয়”

মনে রাখবেন প্রতি শুক্র ও শনিবার রোগী দেখা হয়। রোগী দেখার সময় সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

স্থান, মরহুম কবিরাজ হোসেন মোল্লার কবিরাজ বাড়ি, জয়শ্রী বাস স্ট্যান্ড (নিজস্ব, ৫ তলা ভবন), পোস্টঃ শিকারপুর, বরিশাল।

মোবাইলঃ ০১৭১৩৯৬৬৫৫১ (বিকাশ, রকেট)
০১৮১৩৯৬৬৫৫১।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD