নিজস্ব প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।
পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন।
প্রিয় বঙ্গবন্ধু ছিল সকল রাজনীতির উর্ধে।আল্লাহপাক রাব্বুল আলামিন বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত শহীদ সদস্যকে বেহেস্তের সর্বোচ্চ স্থান নসিব করুক।
সর্বশেষে, আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি এবং আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসন সংসদসদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান সহধর্মিনী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ভাবির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
“”আমীন””
মোঃ আব্দুল মালেক মুন্সি
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা