নিজস্ব প্রতিনিধিঃ
“কে বলেছে বঙ্গবন্ধু মরে গিয়েছে
বঙ্গবন্ধু তো বেঁচে আছে
লাল-সবুজ পতাকার
কোটি বাঙালির মাঝে”
১৫ই আগস্ট ১৯৭৫,বৃষ্টিঝরা শ্রাবণের অন্তিম দিনে সেদিন বৃষ্টি ঝরেনি, ঝরেছিল দেশপ্রেমিকের রক্ত।
আপনি চিরন্তন বেঁচে থাকবেন বাঙালী জাতির,
হৃদয়ের স্পন্দন হয়ে।
আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত শহীদ সদস্যের প্রতি আমার পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
“ওরা হয়তো বুঝতে পারেনি একটি হত্যা কখনো একটি আদর্শকে সমাধিস্থ করতে পারেনা ”
প্রিয় বঙ্গবন্ধু আপনি সকল রাজনীতির উর্ধে।আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সকল নিহত শহীদ সদস্যকে বেহেস্তের সর্বোচ্চ স্থান নসিব করুক।
সর্বশেষে, আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
“”আমীন””
হারুনর রশীদ মুন্না
সমন্বয়ক-১৪ দল, ঢাকা-৫ নির্বাচনী এলাকা।
সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।