নিজস্ব প্রতিনিধিঃ
সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ।
হ্যাঁ সত্যি সেদিন শ্রাবণের মেঘ ঢেকে দিয়েছিল পুরা বাংলাদেশকে। তবে সেই কৃষ্ণ মেঘ নিষ্ঠুর ভাবে গ্রাস করেছিল রাজধানী ঢাকাকে। আর সেই কৃষ্ণ কালো রাতে রচিত হয় ইতিহাসের সবচাইতে নির্মম নিষ্ঠুর জঘন্যতম ঘৃণ্য কলঙ্কিত এক হত্যা যজ্ঞের। একাত্তরের পরাজিত শক্তির ঘৃণ্য সর্বনাশা চক্রান্তে একদল ঘাতক পৈশাচিক ভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে। সেই দানবের নিষ্ঠুর রক্তের হলি খেলার বলি হয়েছিলেন বঙ্গবন্ধুর পরিবার-পরিজনও। হায়েনারা সেদিন রচনা করেন ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়। ঘাতকচক্র সেদিন আমাদের জাতীয় ইতিহাসে যেই কলংকের কালিমা লেপন করেছিল সেই পথ ধরে জাতির জনকের নামটি মোছার অনেক অপচেষ্টা হয়। কিন্তু সেটি সম্ভব হয়নি। শুধু তাই নয়, মিথ্যার ধুম্রজাল সৃষ্টি হয় মহান স্বাধীনতার ঘোষণা নিয়ে। কিন্তু মিথ্যা দিয়ে কি ঢাকা যায় ইতিহাসের অমোঘ সত্যকে? তামাম বিশ্ব জানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।বঙ্গবন্ধুই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। সেই চরম সত্যটি বিধৃত হয়েছে কবিতায় এই ভাবে-
কফিনের দরজা খুলতেই চোখে পড়ল,শুয়ে আছেন একটি লোক,লোকটির নাম বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান।
প্রিয় বঙ্গবন্ধু আপনি সকল রাজনীতির উর্ধে।আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সকল নিহত শহীদ সদস্যকে বেহেস্তের সর্বোচ্চ স্থান নসিব করুক।
সর্বশেষে, আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আমার নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সহধর্মীনি নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ভাবির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
“”আমীন””
মোঃ আব্দুল খালেক মুন্সি
সাধারণ সম্পাদক
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ