আনোয়ার হোসেন আনু একজন সাদা মোটা নিরহংকার, সদা হাস্যজ্জল মানুষ। দেশে করোনা পরিস্থিতির কারণে করুণা রোগীর সংক্রমণ সংখ্যা এবং মৃত্যু সংখ্যা বেড়ে গেলে তিনি টিম খোরশেদের হয়ে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতালে করোনা রোগীদের পাশে দাঁড়ান। তাদের টিম খোরশেদ এর অন্যতম স্লোগান” আমরা করোনা রোগীদের আপনজন” সেই স্লোগান বুকে ধারণ করে তিনি করোনা রোগীদের সেবা দিয়ে আসছেন বিগত দেড় বছর ধরে। এখন খানপুর ৩০০শয্যা হাসপাতালের প্রত্যেক রোগীর তিনি খুব নিকট আত্মীয়, স্বজন হয়ে উঠেছেন।রোগী এবং রোগীর আত্মীয়-স্বজনরা আনোয়ার হোসেন আনুর সেবায় সন্তুষ্ট এবং তার প্রতি আস্থাশীল।
এত প্রসঙ্গে আনোয়ার হোসেন আনু বলেন,করুণা রোগীদের সেবা করা এখন আমার নেশায় পরিণত হয়েছে। তাদের সেবা করতে পারলে মনে পরম তৃপ্তি লাগে। এই করোনাকাল আমি হয়তো পাবো না। মহান আল্লাহপাক সুযোগ দিয়েছেন কিছু করার। এখন একটু ভালো কাজ করি। সত্যি বলতে, করোনা রোগীরা এখন আমার পরম আত্মীয় হয়ে উঠছেন। তাদের সাথে দেখা না করলে কথা না করলে বা হাসপাতালে না গেলে আমার ভালো লাগেনা। আমার রক্তে এক নেশা জমেছে।