নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারাদেশব্যাপী আজ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী নিবন্ধন, টিকা প্রদান কেন্দ্র উদ্বোধন এবং টিকা প্রদান কর্মসূচি শুরু হলো। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিকে আজ শনিবার ৭/৮/২১ ইং তারিখ সকালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুভ উদ্বোধন করেন ঢাকা-৫ সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু,হাজী আকবর আলী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনটির সভাপতিত্ব করেন, হাজী আবুল কালাম অনু, কাউন্সিলর ৪৮নং ওয়ার্ড,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ড এর জনগণ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিবন্ধন এবং টিকা দিচ্ছেন।