নিজস্ব প্রতিনিধিঃ ৮ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামী নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী।বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে ২ হাজার দুস্থ ও অসহায় নারীকে নগদ ২ হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং ৪ হাজার সেলাই মেশিন বিতরণ করা হবে।
বঙ্গমাতার জন্মদিনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত তরুন প্রজন্মের অনুকরণীয় ব্যক্তিত্ব,
দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা শাহীন আহমেদ।
সভাপতিত্ব করেন, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।
অনুষ্ঠানটি ৮/৮/২১ ইং তারিখ রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মচারী।