নিজস্ব প্রতিনিধিঃ ০৮ই আগস্ট ২০২১ইং
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯১তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নেতা প্রিয় কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এসময় স্বাস্থ্য বিধি মেনে ঢাকা মহানগর দক্ষিণ এবং তার অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বঙ্গমাতার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।