নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আজ ৮/৮/২১ ইং তারিখ রবিবার বনানী কবরস্থানের সামনে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে সকালে বস্ত্র ও খাদ্য বিতরণ করলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বাবু নির্মল রঞ্জন গুহ এবং বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক, একেএম আফজালুর রহমান বাবু ।
সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সভাপতি, আলহাজ্ব কামরুল হাসান রিপন।
পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক, তারেক সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্য বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।