নিজস্ব প্রতিনিধিঃ রায়েরবাগ কদমতলী থানা সংলগ্ন মদিনাবাগ জিরো পয়েন্ট এলাকায় স্বপ্নপূরণ পাঠশালার উদ্যোগে রায়েরবাগ এর সুচিকিৎসা কেন্দ্র এভারগ্রীন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আজ ১০/৮/২১ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০টা থেকে ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শোকের মাস হোক সেবায় নিবেদিত সেই লক্ষ্যে কদমতলী থানার আওতাধীন ঢাকা মহানগর দক্ষিণ ৫৯ ও ৬০ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের ও করোনা চলাকালীন বিপদগ্রস্ত মানুষের জন্য ফ্রি চিকিৎসা এবং ২৫ বছর ঊর্ধ্বের সাধারণ জনগণকে করোনার টিকা নিবন্ধন কর্মসূচি চলছে।
আয়োজনটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.পি.এম উপাধি প্রাপ্তকরোনা যোদ্ধা পুলিশ অফিসার, ডিএমপির আওতাধীন পুলিশ প্রশাসনের গর্ব, কদমতলী থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর।
আয়োজনটি সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ নেতা, মালিক সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি, অসহায় মানুষের জন্য যিনি সর্বসময় গরিবের হাতেম তাই নামে পরিচিত এবং গরীব মেহনতী মানুষের বন্ধু, সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো প্রিয় ব্যক্তিত্ব মোঃ আবদুল মালেক মুন্সি।
আয়োজনটির পরিচালনায় ছিলেন স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক, মোস্তাফিজুর রহমান মিলন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত কদমতলী থানা সজিব দে, পি.পি.এম উপাধি প্রাপ্ত ইন্সপেক্টর অপারেশন কদমতলী থানা, জাকির হোসেন, মদিনাবাগ এলাকার সমাজসেবক ইকবাল সরকার।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা নির্বাহী, স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পারভেজ ইমাম, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়াসি উদ্দিন নূরানী, নিউক্যাসেল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক, খান মোজাম্মেল হক মিঠু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে ছিলেন, মেহেদি হাসান বাবুল, আল-আমিন, সুমন, শাহিন, আমির, সালাম, খায়ের, ডিস বাবু, ছোট মিলন, অন্তর।