নিজস্ব প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। এদিন খন্দকার মোশতাকের চক্রান্তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা।
“বাংলাদেশের বুকের গভীরে
ফিরে আসে ঘুরে ঘুরে
রক্তাক্ত সে-রাতের স্মৃতি
চির-বেদনার সুরে”।
তুমি নেই কিন্তু তোমার চেতনায় আজও উজ্জীবিত বাঙালি জাতির হৃদয়। শোকাবহ এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে, নারায়ণগঞ্জ-৪ আসনের নয়নের মণি এমপি আলহাজ্ব এ,কে,এম শামীম ওসমান এর পক্ষ থেকে ফতুল্লা থানা আওয়ামী মটর শ্রমিক লীগ এর সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যকরী সভাপতি, মোঃ মাহাবুবুর রহমান সহ সকল নেতৃবৃন্দ।