নিজস্ব প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের ও বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫/৮/২১ ইং তারিখ বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সি কয়েকটি স্পটে গরীব ও স্থদের মাঝে দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করেন। বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের জন্য বিনম্র শ্রদ্ধা জানানো ও দোয়ার জন্য সকাল থেকে মুন্সিবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা, দৌলতপুর, চিতাশাল, সহিদ নগর ইউনিট আওয়ামী লীগ অফিস, আদর্শনগর ইউনিট আওয়ামী লীগ অফিস, ওয়ায়েস করনী আদর্শনগর মানব সেবা অফিস, সহিদনগর আনন্দ ক্রীড়া সংস্থা সহ বেশ কয়েকটি স্পটে মান।
এসময় তিনি সংক্ষেপে বলেন,আজ ১৫ ই আগস্ট। জাতির জন্য শোকের মাস। লাল সবুজ পতাকার বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শুধু বলতে চাই, খন্দকার মোস্তকের প্রেতাত্মারা এখনো জীবিত রয়েছে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার লক্ষ্যে। শুধু তাই নয়, পদ্মাসেতুতে যখন ফেরির ধাক্কা লাগে আমার তখন বঙ্গবন্ধুকে স্মরণ হয়। আমার কাছে মনে হয় এটা কোন ষড়যন্ত্র। ২১ শে আগস্টে যখন গ্রেনেড হামলা হয়েছিল তখন আমার বঙ্গবন্ধুকে স্মরণ হয়। আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী ভাইয়েদের সর্বসময় সচেতন থাকতে হবে। কারণ ওই নরপশুরা ১৫ ই আগস্ট এর এই দিনে হত্যা করেছিল আমার নেতা বঙ্গবন্ধু এবং তার পরিবারেকে। কিন্তু বিদেশে থাকার কারণে হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপাকে। আমি আমার নেতা নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর পক্ষ থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং দোয়া।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সি সংক্ষেপে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমার জন্মের পর থেকে যখন জ্ঞান অর্জন করতে শুরু করি হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্মাতে থাকে। একটা পরিবারের সকলকে নৃসংশ ভাবে হত্যা করে বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নামটি মুছে ফেলতে চেয়েছিল পিচাশ মোস্তাক বাহিনী। কিন্তু ওরা জানত না বঙ্গবন্ধু মানেই যে বাংলাদেশ। যারা আমার নেতা জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ তার শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আল্লাহ পাক যেন বেহেস্ত নসিব করেন এবং আমাদের জন্য নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি।