নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ (শাহীন) এর বাবা,একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ,
মানবিক ডাঃ নূর মোহাম্মদ (হাজী) আর নাই।
…………….ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম ডাঃ নুর মোহাম্মদ হাজী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার জীবদ্দশায় মানুষের উপকারে সর্বদা নিয়োজিত ছিলেন। অসহায়, গরীব,দূঃখী মানুষের জন্য উন্মুক্ত ছিলো তার সাহায্য, সহযোগীর হাত। তার কাছ থেকে খালি হাতে কেউ কখনো ফিরে যায়নি। তার মৃত্যুতে কেরানীগঞ্জবাসীর হৃদয়ে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ম.ই.মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাইদুর রহমান ফারুক চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,হাজী মোঃ লাট মিয়া, শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করুক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। (আমিন)