নিজস্বব প্রতিনিধিঃ রাজপথের একজন ত্যাগী তৃণমূল আওয়ামী লীগ নেতা, বৃহত্ততম ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-৫ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। এই মানুষটি বিগত সময় অনেক জেল-জুলুম সহ্য করেও রাজপথ ছিলেন। ঢাকা-৫ তৃনমূল আওয়ামী লীগের তিনি একজন সত্তিকারের প্রাণ ভোমরা। বঙ্গবন্ধুর সৈনিক হয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন তা অনস্বীকার্য। কারণ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ে ঢাকা-৫ এর শ্রেষ্ঠ হাতিয়ার ছিলেন ত্যাগী নেতা হারুনর রশীদ মুন্না।
বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় আছেন। ঢাকা-৫ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের কাছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর দোয়া চেয়ে বলেন,
৯২সালে যাএাবাড়িতে আওয়ামী লীগ ঘোষিত হরতালের পিকেটিং করা অবস্থায় ফ্রিডমপার্টি বিএনপির হামলায় আহত হয়ে এবং ২০০৪সালে যাএাবাড়িতে হরতাল চলাকালে পুলিশ এরেস্ট করে ৩৩দিন রিমান্ডে রেখে অমানবিক নির্যাতন করে তার হাত পা পঙ্গু করে দেয়, দীর্ঘদিন পর বর্তমানে তার শরীরে ব্যাথা অনুভব করলে পপুলার হসপিটালে MRI সহ বিভিন্ন পরীক্ষা করার পর ডাক্তার বলেছে দীর্ঘদিন পূর্বে আপনাকে অত্যাধিক নির্যাতনের কারনে বর্তমানে শরীরের বিভিন্ন জয়েন্টে এবং হাড়ে সমস্যা দেখা দিয়েছে, থেরাপি,বিশ্রাম ব্যায়াম ও নিয়মমাফিক খাওয়াদাওয়া ঔষধ সেবন করলে সকল সমস্যা সমাধান হবে,আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাইবোনদের হারুনর রশীদ মুন্না’ভাইয়ের জন্য দোয়া করার বিণীত অনুরোধ জানাচ্ছি।
মোঃ আলমগীর
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা
(মোঃ আলমগীরের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সংগৃহীত)